পটুয়াখালীর রাঙ্গাবালীতে মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জাল অপসারণে চলা বিশেষ কম্বিং অপারেশনের দ্বিতীয় দিন বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করা হয়েছে। কোস্টগার্ড ও মৎস্য বিভাগ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। বুড়াগৌরাঙ্গ ও তেতুলিয়া নদীসহ বঙ্গোপসাগর মোহনায় চলা অভিযানে ২ লক্ষ ৫০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়।
সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন রাঙ্গাবালী উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন।
তিনি জানান, মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপপরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস ও পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলামের উপস্থিতিতে কোস্টগার্ড দক্ষিণ জোন রাঙ্গাবালী আউটপোস্টের সহযোগিতায় সোমবার দিনভর এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে প্রায় ৫০ লক্ষ টাকার জাল জব্দ করা হয়। পরে সেসব অবৈধ জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।