রমজান উপলক্ষে পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে গরিব অসহায় ও নিম্ন আয়ের বিভিন্ন পরিবারের মাঝে প্রয়োজনীয় দ্রব্য ও খাদ্য সামগ্রী বিতরণ করা করেছে। সোমবার (১৭ মার্চ) সকাল ১০টায় আল্লামা সাঈদী ফাউন্ডেশনের অডিটোরিয়ামে ০৩শতাধিক গরিব অসহায় ও নিম্ন আয়ের পরিবারের মাঝে রমজান উপলক্ষে এ প্রয়োজনীয় দ্রব্য ও খাদ্য সামগ্রী উপহার হিসেবে তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে ৩ শতাধিক মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ হিসেবে রয়েছে, চাল, ডাল, চিনি, তেল,পিঁয়াজ, রসুন সহ বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে আলহাজ্ব মাসুদ সাঈদী।
অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদ,জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ তাফাজ্জাল হোসাইন ফরিদ, নায়েবে আমির মাওলানা আব্দুর রব, সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ জহিরুল হক,সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা সিদ্দিকুল ইসলাম,সহকারী সেক্রেটারি জেনারেল মো:আব্দুর রাজ্জাক এবং ইসলামী ছাত্রশিবির পিরোজপুর জেলা সভাপতি মেহেদী হাসান প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশিদ বলেন, “সরকারী ভাবে পবিত্র রমজানে হতদরিদ্র ও স্বল্প আয়ের মানুষের জন্য আমাদের সেবামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে, তাছাড়া বিভিন্ন সংস্থা ও ব্যক্তি উদ্যোগে সকলে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসলে আমরা একটি উন্নত ও সুন্দর সমাজ গঠন করতে পারবো। খুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়ে তুলতে পারব। আমাদের উচিৎ রাসূল (সঃ)এর দেখানো পথ অনুসরণ করে সে অনুযায়ী এক ভাই আরেক ভাইয়ের পাশে দাঁড়ানো। “
সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মাসুদ বিন সাঈদী বলেন, “আমরা গরিব,দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ পেয়েছি, সেই সুযোগটাকে আমরা কাজে লাগাচ্ছি।”
তিনি আরও বলেন, “আপনারা মনে রাখবেন এই সামগ্রীগুলো এক ভাই আরেক ভাইকে উপহার হিসেবে দিচ্ছে, আমাদের উচিৎ ছিলো এই উপহার সামগ্রীগুলো আপনাদের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়া, কিন্তু সেটা সম্ভব হয়নি আমাদের আরো অনেক ভাই-বোনেরা আছেন আমাদের উচিত তাদের পাশে ও দাঁড়ানো, আমরা এবার সবাইকে এর আওতায় আনতে পারিনি কিন্তু আমাদের কার্যক্রমগুলো অব্যাহত থাকবে।”
জামায়াতে ইসলামী আমির তাফাজ্জল হোসাইন ফরিদ বলেন, “রমজান মাসে আমাদের প্রধান দায়িত্ব নামাজ,রোজা পালন করার পাশাপাশি অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, ইসলামের শিক্ষা অনুযায়ী এই মাসে আর্থিক সহযোগিতা, খাদ্য সহায়তাসহ প্রয়োজনীয় সহযোগিতা করা।”
অনুষ্ঠানে উপস্থিত অন্যান্যরা বলেন, “এ ধরনের উদ্যোগ শুধুমাত্র খাদ্য সহায়তা নয়, বরং এটি আমাদের মধ্যে ভালোবাসা এবং সহমর্মিতার অঙ্গীকারকে আরও শক্তিশালী করে। জামায়াতে ইসলামী এই ধরনের কাজ করে সমাজে দৃষ্টান্ত স্থাপন করেছে।”
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ ও সমাজের বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত থেকে গরীব অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী তুলে দেন।