রমজানে ঘাটতি মোকাবিলায় নিত্যপণ্য আমদানির সিদ্ধান্ত এখুনি: অর্থ উপদেষ্টা

New-Project-10-3.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

আসন্ন রমজান মাসে নিত্যপণ্যের যেন কোনো ঘাটতি না হয়, সে ব্যাপারে অন্তবর্তীকালীন সরকার সতর্ক আছে বলে জানিয়েছেন অর্থ বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্ট ড. সালেহউদ্দিন আহমেদ। এজন্য এখুনি চাল, ডাল, তেল ও ছোলাসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্য আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

বুধবার (৩০ অক্টোবর) সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের মুখোমুখি হলে জানা যায় এসব তথ্য।

উপদেষ্টা বলেন, ‘সাধারণ মানুষের কষ্ট না হয় এমন কিছু করবে না এই সরকার। অত্যবশ্যকীয় পণ্যের দাম কোনো ভাবে বাড়তে দেওয়া যাবে না বলেও তিনি জানিয়েছেন।’

তিনি বলেন, ‘রোজা সামনে রেখে খেজুরের আমদানি বাড়ানো হবে। আমদানি করা হবে তেল, চাল, ডাল ও ছোলাসহ মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্য। এসব পণ্য আমদানি করতে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

ছোলা ও খেজুরের দাম কোনো ভাবেই যেন বাড়তে না পারে সেজন্য নিয়মিত কঠোর মনিটরিং হবে বলেও জানিয়েছেন তিনি।

Leave a Reply

scroll to top