নিজের এবং পরিবারের একটু উন্নত জীবনযাপনের আশায় কাছের মানুষদের ছেড়ে বিদেশ পাড়ি জমান অনেক মানুষ। স্বপ্ন শুধু একটাই, একটু ভালোভাবে বেঁচে থাকা। কিন্তু কজনই বা ভালা থাকতে পারে। দেশের সীমানা পাড়ি দিয়ে পরদেশে হাড়ভাঙা খাটুনি খাটার পরও মানবেতর জীবনযাপন করেন অনেকেই। বিশেষ করে আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যারা প্রবাসী হিসেবে থাকেন তাদের অবস্থা শোচনীয়।
তবে এসব দেশের মাঝে এমন কিছু দেশ আছে যেখানকার প্রবাসীরা তাদের ক্যারিয়ার নিয়ে খুবই খুশি। আর খুব খুশি না হলেও সেখানকার ক্যারিয়ার নিয়ে যথেষ্ট সন্তুষ্ট আছেন।
যেসব দেশে ক্যারিয়ার নিয়ে প্রবাসীরা সুখী, তার তালিকায় শীর্ষস্থানে আছে ডেনমার্ক, দ্বিতীয় সৌদি আরব, তৃতীয় বেলজিয়াম, চতুর্থ নেদারল্যান্ডস, পঞ্চম লুক্সেমবার্গ, ষষ্ঠ সংযুক্ত আরব আমিরাত, সপ্তম অস্ট্রেলিয়া, অষ্টম মেক্সিকো, নবম ইন্দোনেশিয়া এবং তালিকার দশম স্থানে রয়েছে অস্ট্রিয়া।
এসব দেশে পর্যাপ্ত পারিশ্রমিকের পাশাপাশি যথেষ্ট সুযোগ সুবিধা পাচ্ছেন প্রবাসীরা। পাশাপাশি অন্যান্য কাজের সুবিধাও আছে কিছু কিছু দেশে।