যুব এশিয়া কাপে টানা দ্বিতীয় চাম্পিয়ন জুনিয়র টাইগারা

New-Project-68.jpg
নিজস্ব প্রতিবেদক

যুব এশিয়া কাপের গত বছর প্রথমবারের মতো এশিয়া কাপ জয়ের গৌরব অর্জন করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। এবার লক্ষ্য ছিল শিরোপা ধরে রাখার জুনিয়র টাইগার বাহিনী। সেই লক্ষ্যে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ রোববার এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হয় দু’দল। যুব এশিয়া কাপে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয় চাম্পিয়ন জুনিয়র টাইগারা।
ফাইনালের স্কোরটা আগে জানা। টসে হেরে দুবাইয়ের এই ফাইনালে বাংলাদেশ ব্যাট করতে নামে। ৪৯.১ ওভারে বাংলাদেশের ইনিংস শেষ হয় ১৯৮ রানে। খুব ভালো বা বড় কোনো স্কোর একে বলার উপায় নেই। কিন্তু ভারত এই রান তাড়া করতে নেমেই যে ভেস্তে গেল বাংলাদেশের পেস বোলিংয়ের ঝড়ে। ১৩৯ রানে শেষ ভারতের ইনিংস। ফাইনাল জিতলো বাংলাদেশ ৬০ রানের বিশাল ব্যবধানে।

বাংলাদেশের ইনিংসের শুরুটা তেমন ভালো হয়নি। ওপেনার কালাম সিদ্দিকী ১৬ বল খেলে মাত্র ১ রান করে বোল্ড হন। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে থাকা বাংলাদেশ অধিনায়ক আজিজুল হাকিমও ফাইনালে বেশিদুর যেতে পারেননি। ২৮ বল খেলে ১৬ রানে ফিরেন তিনি। মিডলঅর্ডারে দুই ব্যাটার মোহাম্মদ শিহাব জেমস ও রিজান হোসেন বাংলাদেশের ইনিংস সামনে বাড়ান। চতুর্থ উইকেট জুটিতে তারা যোগ করেন ৬২ রান। এই জুটিই বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়ার সাহস যোগায়। দুজনেই অবশ্য সেট হয়ে আউট হন। জেমস ১ ছক্কা ও ৩ বাউন্ডারিতে ৬৭ বলে ৪০ রানের কার্যকর ইনিংস খেলেন। রিজান হোসেন যেভাবে খেলছিলেন তাতে হাফসেঞ্চুরিটা তার পাওনা ছিল। কিন্তু তিনিও ৬৫ বলে ৪৭ রানে ফিরেন। স্পিনার হার্দিক রাজের বলে রিজান আউট হন।

বাংলাদেশের দরকার ছিল ভাল একটা শুরু। দলীয় ৪ রানেই ফিরে গিয়েছেন আয়ুশ মহাত্রে। আল ফাহাদের দুর্দান্ত একটা ইনসুইংয়ে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন এই অলরাউন্ডার। আলোচিত বৈভব সুরিয়াবংশীকে খুব একটা বাড়তে দেননি মারুফ মৃধা। কাভারে শিহাব জেমসের কাছে ক্যাচ দিয়েছেন এই ব্যাটার। খানিক পরেই রিজান ফেরান ভারতীয় অধিনায়ক আন্দ্রে সিদ্ধার্থকে।
এরপরেই মূলত ম্যাচে ফেরার চেষ্টায় ভারত। কেপি কার্তিকেয়া আর মোহাম্মদ আমানের ২৯ রানের জুটি বেশ অনেকটাই এগিয়ে দেয় ভারতকে। আম্পায়ারের পক্ষ থেকে একাধিক সফট সিগন্যাল গিয়েছে বাংলাদেশের বিপক্ষে। যা নিয়ে মাঠে উত্তাপও ছড়িয়েছে বেশ।

এরপরেই ইকবাল ইমনের দুর্দান্ত এক স্পেল। একই ওভারে প্রায় একইরকমের ডেলিভারিতে ফেরান কার্তিকেয়া এবং নিখিলকে। দুজনেই ক্যাচ দিয়েছেন উইকেটের পেছনে। এক ওভার পরেই ফের তার আঘাত। এই দফায় আউট হলেন হারভানশ পানগালিয়া। এই দফায়ও উইকেটের পেছনেই গিয়েছে ক্যাচ। বাংলাদেশও তাতে ম্যাচে ফিরেছে দারুণভাবে।

Leave a Reply

scroll to top