মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৭৫বর্ষ পূর্তি উদযাপন

New-Project-17.jpg

মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৭৫বর্ষ পূর্তি উদযাপন

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের জিয়ানগর উপজেলার মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৭৫বর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে প্লাটিনাম ও জুবলি উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল ) সকাল থেকে নানা আয়োজনের মধ্যে দিয়ে বাঁধ ভাঙ্গা আনন্দ ও উল্লাসে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী,আমন্ত্রিত অতিথি,সাবেক ও বর্তমান শিক্ষকবৃন্দ ও অভিভাবকদের নিয়ে এ মিলন মেলার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান কর্মসূচি শুরু হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়,পরে আমন্ত্রিত অতিথিদের নিয়ে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি ও বিভাগীয় কমিশনার মো: রায়হান কাওছার।

সহস্রাধিক প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, প্রাক্তন ও বর্তমান শিক্ষকবৃন্দ,আমন্ত্রিত অতিথি ও অভিভাবকদের উপস্থিতিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। একে অপরের সাথে কুশল বিনিময়ে বিদ্যালয় চত্ত্বর মুখরিত হয়ে ওঠে। বিশাল প্যান্ডেল জুড়ে চলে দিনব্যাপী বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের শৈশবের স্মৃতিচারণ আর খোশগল্প। দিনব্যাপী এ কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা,স্মৃতিচারন, সংবর্ধনা,সম্মাননা স্মারক, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। যার ফাঁকে ফাঁকে চলে বিভিন্ন শিক্ষার্থীদের সেলফি ও ফটোসেশন। শিক্ষার্থীরা তাদের সহপাঠী ও বন্ধুদের সাথে একত্রিত হতে পেরে আনন্দে আত্মহারা হয়ে করমর্দন ও কোলাকুলিতে মেতে উঠেন।

সন্ধ্যার পরে ঢাকা সহ জেলা পর্যায়ের ও স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ও মন মাতানো জাদু প্রদর্শিত হয়। আমন্ত্রিত শিল্পী ও অতিথি ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষের অংশগ্রহণে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণ কানায় কানায় পরিপূর্ণ হয়ে আশেপাশে ছড়িয়ে পড়ে। রাত ১২টা পর্যন্ত চলমান এ অনুষ্ঠান উপস্থিত সকলে উপভোগ করেন।

প্লাটিনাম ও জুবলি অনুষ্ঠানের সভাপতি এ্যাড.আখতারুজ্জামান ছগিরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাবেক অতিরিক্ত সচিব এম.এ মান্নান, ড.মো: মনিরুজ্জামান তালুকদার, সাবেক সচিব মোস্তা গাউসুল হক,জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান, জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা,উপজেলা নির্বাহী অফিসার হাসান বিন মুহাম্মদ আলী,শিক্ষা অধিদপ্তরের পরিচালক শাহনাজ পারভীন কাজল, ইঞ্জি. মোস্তাফিজুর রহমান,ব্যারিস্টার সরোয়ার হোসেন,গুলশান কমার্স কলেজের অধ্যক্ষ এম এ কালাম, উপজেলা বিএনপির আহবায়ক ফরিদ আহমেদ, সদস্য সচিব আলমগীর কবির মান্নু,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও দাতা সদস্য ফাইজুল কবির তালুকদার,সাবেক শিক্ষা অফিসার মাওলানা আব্দুল মান্নান,উপজেলা জামায়াতে আমির মাওলানা আলী হোসেন,স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম দুলাল প্রমুখ।

Leave a Reply

scroll to top