মেহজাবীনের হাতের মেহেদীতে কি লেখা ছিল?

New-Project-2025-02-26T015604.187.jpg

মেহেদীরাঙা হাতে মেহজাবীন

২৪ ঘণ্টা বাংলাদেশ

১৩ বছরের প্রেমের সম্পর্ক শেষে ১৪ ফেব্রুয়ারি মেহজাবীন ও আদনানের আকদ্ সম্পন্ন হয়। এরপর গতকাল সোমবার দুপুরে মেহজাবীন ও আদনানের ‘বিবাহোত্তর সংবর্ধনা’ হয়। এর ঠিক আগের দিন ছিল গায়েহলুদ ও মেহেদী অনুষ্ঠান। ঢাকার অদূরে সাভারের একটি রিসোর্টে দুজনের এসব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এদিন দুই পরিবারের আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ছাড়াও বিনোদন অঙ্গনের অনেকে তাঁদের সেই আয়োজনে উপস্থিত হন।

বিয়েতে কড়া গোপনীয়তা ছিল, ফলে বিয়ের ছবি প্রকাশে বিধিনিষেধ ছিল। যদিও কড়া নিষেধাজ্ঞার স্বত্ত্বেও ফাঁস হয় গায়ে হলুদের দুটি ছবি। সেই আলোচনার মধ্যে নিজেই বিয়ের ছবি প্রকাশ করেছেন মেহজাবীন। কনে সাজে মোহনীয় মেহজাবীনকে ক্যামেরার সামনে দেখা গেছে তাঁকে।

২৪ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ১২টায় প্রথম কিস্তিতে ভক্তদের সাথে বিয়ের ৫টি ছবি শেয়ার করেছেন মেহজাবীন। ছবি প্রকাশের ১০ মিনিটের ব্যবধানে ৪৫ হাজারেরও বেশি রিঅ্যাক্ট পড়ে সেই পোস্টে। মঙ্গলবার রাতেই বিয়ের অনুষ্ঠানের ১ মিনিট ৫৪ সেকেন্ডের এইকটি ভিডিও শেয়ার করেন প্রিয় মালতি খ্যাত এই অভিনেত্রী। তাতেই ভক্তরা যেন আরও কিছু মুহূর্ত দেখার জন্য মুখিয়ে ছিলেন। তবে ভক্তদের বেশিক্ষণ অপেক্ষা করাননি মেহজাবীন।

বুধবার বেলা সাড়ে তিনটার দিকে বিয়ের এক গুচ্ছ ছবি প্রকাশ করেছেন এই অভিনেত্রী। সেখানে মেহেদী রাঙা হাতে ছিল তার একাধিক ছবি। দুই হাতের তালুতে ছিল অভিনব সব নকশা। বা হাতে মেহেদীর নকশায় ছিল এক যুগলের ছবি। আর ডান হাতে স্বামী আদনান আল রাজীবকে নিয়ে এক আবেগঘন বার্তা লিখেছিলেন তিনি। তাতে লেখা ছিল, ‘আমার হৃদয় তোমার এবং সবসময় তোমারই থাকবে।’

২৩ ফেব্রুয়ারি) ঢাকার অদূরে একটি রিসোর্টে তাদের গায়ে-হলুদ অনুষ্ঠান হয়েছে। একই রিসোর্টে আজ হচ্ছে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। তবে অভিনেত্রী বিয়ের অনুষ্ঠানে গোপনীয়তা বজায় রাখতে চেয়েছেন। তিনি নিজেই ছবি পোস্ট করবেন বলেও জানান।

দীর্ঘদিন ধরেই রাজীবের সঙ্গে মেহজাবীনের প্রেমের গুঞ্জন চলছিল। তারা বিয়ে সেরেছেন এমন কথাও ভাসছিল শোবিজ অঙ্গনে। তবে এটি নিয়ে কখনো প্রকাশ্যে কিছু বলেননি এই দম্পতি। অবশেষে গুঞ্জন সত্যি হলো তাদের আনুষ্ঠানিক বিয়ের মধ্য দিয়ে।

বিনোদন জগতের অন্যতম জনপ্রিয় মুখ মেহজাবীন। টেলিভিশন নাটক ও ওয়েব সিরিজে অভিনয় করে দর্শকের হৃদয় জয় করেছেন এই অভিনেত্রী। মেহজাবিনের স্বামী আদনান আল রাজীব একজন পরিচালক। এই দম্পতির বিয়ের খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সহকর্মী ও ভক্তরা তাদের সুখী ও প্রেমময় দাম্পত্য জীবনের জন্য শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন।

Leave a Reply

scroll to top