মেয়র আতিকুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ

New-Project-13.jpg
২৪ ঘণ্টা বাংলাদেশ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) মোহাম্মদপুর থানায় দায়ের করা তিনটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী হায়দারের আদালত।

এর আগে বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে সাবেক মেয়র আতিকুলকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ। পরদিন (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৮টায় শিক্ষার্থী রফিক হাসান হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে হাজির করা হয় তাকে। পাশপাশি পুলিশ মোহাম্মদপুর থানার আরও দুই হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করলে আদালত তাকে ওই দুই মামলায়ও গ্রেপ্তার দেখান।

এসময় আসামী পক্ষের আইনজীবি মোরশেদ হোসেন শাহীন সকল মামলায় তার জামিন চেয়ে আবেদন করলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Leave a Reply

scroll to top