মেট্রোর দরজায় আটকা ২ নারী, বন্ধ ছিল ২৬ মিনিট

New-Project-2025-01-05T005950.576.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

সপ্তাহের প্রথম কর্মদিবসে যাত্রী চাপে প্রায় ২৬ মিনিটের জন্য বন্ধ হয়ে যায় মেট্রোরেল। এতে ভোগান্তিতে পড়েন অফিসগামী যাত্রীরা।

রোববার সকাল ১০টার দিকে শেওড়াপাড়া স্টেশনে ট্রেন ও প্লাটফর্মের গেটের মাঝে দুজন নারী যাত্রী আটকা পড়ে যাওয়ায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মেট্রোরেল সূত্র বলছে, ট্রেন ও প্লাটফর্মের গেটের মাঝে যাত্রী আটকা পড়ায় অটোমেটিক সিস্টেম অচল হয়ে যায়। এতে ট্রেন চলাচল ব্যাহত হয়।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক আবদুর রউফ বলেন, ট্রেনের গেটে টেকনিক্যাল সমস্যার কারণে দরজা বন্ধ হচ্ছিল না। এতে প্রায় ২৬ মিনিটের মতো মেট্রোরেল চলাচল বিঘ্নিত হয়।

এ ঘটনায় যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেন ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক আবদুর রউফ।

এ বিষয়ে ডিএমটিসিএলের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইন্টেন্যান্স) নাসির উদ্দিন আহমেদ বলেন, স্টেশনে ট্রেন থেকে বের হওয়ার সময় গেটে যাত্রী আটকে যাওয়া ঘটনায় গেটের অটোমেটিক সিস্টেম অচল হয়ে পড়ে। তবে এখন উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল সঠিক সময়েই চলাচল করছে।

Leave a Reply

scroll to top