ক্যাম্পাসে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে ‘‘মেগা মানডে’’ কর্মসূচি পালনে সোহরাওয়ার্দী জড়ো হচ্ছেন সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা।
আজ সোমবার (২৫ নভেম্বর) পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সোহরাওয়ার্দী কলেজে হামলা, ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে ক্যাম্পাস প্রাঙ্গণে বিক্ষোভ মিছিলের ডাক দেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তাদের পাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের উপস্থিতি লক্ষ্য করা যায়।
নির্ধারিত সময়ের আগেই সোহরাওয়ার্দী কলেজের বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে শুরু করেন ক্যাম্পাস প্রাঙ্গণে। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীদের মুখে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজবিরোধী বিভিন্ন স্লোগান শোনা যায়।
‘‘মেগা মানডে’’ কর্মসূচি সম্পর্কে কবি নজরুল কলেজের শিক্ষার্থী ফাহাদ বলেন, ‘‘গতকাল সুপার সানডে ঘোষণা দিয়ে ডিএমআরসি কলেজের শিক্ষার্থীরা আমাদের কলেজ এবং সোহরাওয়ার্দী কলেজে হামলা চালিয়েছে। তারই প্রতিবাদে আজ আমরা মেগা মানডে কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছি।’’