ঘরের মাটিতে দেশের মানুষের সামনে বিদায়ী টেস্ট খেলার ইচ্ছে আপাতত পূরণ হচ্ছে না সাকিব আল হাসানের। নিরাপত্তাঝুঁকির কারণেই দুবাই থেকেই যুক্তরাষষ্ট্রে ফিরে যাবেন তিনি।
বুধবার সাকিবকে নিয়েই সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এরপরই জানা যায় নিজের বিদায়ী টেস্ট খেলতে বৃহস্পতিবার রাতে দেশে ফিরছেন এই অলরাউন্ডার। কিন্তু মধ্যরাতেই বাধে বিপত্তি। নিরাপত্তাঝুঁকির কারণে ঢাকা থেকেই সাকিবকে পরামর্শ দেওয়া হয়েছে আপাতত দেশে না আসার জন্য। সেই পরামর্শ মেনেই যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন সাবেক অধিনায়ক।
যদিও দুবাই থেকে সাকিবের ঢাকা ফেরার ফ্লাইট ছিল বিকেল ৫টায়। যা বাংলাদেশে অবতরণ করতো রাত ১১টায়। সে হিসেবে ভক্তদের ধারণা ছিল ভালো খবরই আসবে। কিন্তু সেটি আর হলো না।