পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ফ্যাসিস্ট বিচারপতিদের পদত্যাগের দাবিতে মিছিল নিয়ে হাইকোর্ট ঘেরাও এর পথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। বুধবার (১৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে মিছিল নিয়ে নানা স্লোগান দিতে দিতে হাইকোর্টের ভেতরে প্রবেশ করেছেন শিক্ষার্থীরা।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীদের নিয়ে প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ কর তারপর হাইকোর্টের দিকে এগিয়ে যাচ্ছেন ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, তারিকুল ইসলাম।
এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে হাইকোর্ট ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে হাইকোর্টের বিভিন্ন প্রবেশপথসহ আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বুধবার সকাল থেকেই বিভিন্ন প্রবেশপথে দেখা গেছে পুলিশের বাড়তি উপস্থিতি।