মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বিল্লাল মোড়ল (৩০) নামে এক প্রবাসী বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
রোববার (১৭ নভেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার দিকে মালয়েশিয়ার জোহুর বাহরুর শহরের সুলতানাহ আমিনাহ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে বৃহস্পতিবার মোটরসাইকেলে কর্মস্থলে যাওয়ার সময় দূর্ঘটনার শিকার হন বিল্লাল।
নিহত বিল্লাল মোড়ল শরীয়তপুরের জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়নের মদন তালুকদার কান্দি গ্রামের আলাউদ্দিন মোড়লের ছেলে।