কালজয়ী ‘পথের পাঁচালী’ সিনেমার ‘দুর্গা’ চরিত্রের অভিনেত্রী উমা দাশগুপ্ত মারা গেছেন।
সোমবার (১৮ নভেম্বর) কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। দীর্ঘদিন মরণঘাতি ক্যানসারের সাথে লড়ছিলেন উমা। অভিনেত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী।
ভারতীয় গণমাধ্যমের বরাত দিয়ে অভিনেতা চিরঞ্জিত বলেন, ‘সকালে উমার মেয়ের সঙ্গে দেখা হয়েছিল। তখনই জানালেন, উমাদি চলে গেছেন। কয়েক বছর আগে ক্যানসার হয়েছিল তাঁর।’ চিকিৎসার জন্য তাকে ভর্তি করানো হয়েছিল এক বেসরকারি হাসপাতালে। সেখানেই প্রয়াত হলেন উমাদেবী।