মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান

New-Project-3-1.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

পাঁচ বছর আগে লন্ডনের এক সভায় আওয়ামী লীগকে নিয়ে সমালোচনা করায় ঢাকার আদালতে দায়ের করা মানহানির মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি ছাড়া বিএনপির আরও চার নেতাকে এই মামলা থেকে খালাস দিয়েছেন আদালত।

রবিবার (২০ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক আরাফাতুর রাকিব এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন তারেক রহমানের আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহ।

মামলা হতে খালাস পাওয়া অন্য চার নেতা হলেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায় এবং জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

Leave a Reply

scroll to top