মানবিক দৃষ্টান্ত স্থাপন করলো উইমেন্স ফ্যাশন ডিজাইনার সোসাইটি

b0bee8e8-c5d8-4153-a00f-18f1fca95569.jpg
নিজস্ব প্রতিবেদক

মুসলমানদের ধর্মীয় ভাব গাম্ভীর্যের মাস পবিত্র রমজান উপলক্ষে বিশেষ মানবিক উদ্যোগ নিয়ে দৃষ্টান্ত স্থাপন করলো বাংলাদেশ উইমেন্স ফ্যাশন ডিজাইনার সোসাইটি।

সংস্থাটির পক্ষ থেকে ১৬ মার্চ স্থানীয় নগর পাড়া অফিসে বিশেষ ইফতারের আয়োজন করা হয়। মহতি উদ্যোগে অংশ নেন স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার গণ্যমান্য লোকজন। মানবিক এ কর্মসুচী পালনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ উইমেন্স ফ্যাশন ডিজাইনার সোসাইটির সভাপতি আইরিন হক, সংগঠনের সেক্রেটারি জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান, কালচার সেক্রেটারি সৈয়দ রুমা। এছাড়া সংগঠনের অনান্য সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

উপস্থিত আমন্ত্রিত অতিথিরা ইফতার সামগ্রী পেয়ে খুবই আনন্দিত। তারা এমন মানবিক উদ্যোগ নেয়ার জন্য সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। এ ধরণের কর্মসুচী নিয়মিত এবং আরো বেশি করার জন্য আহ্বান জানান তারা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় পবিত্র রমজান মাসে মানুষের পাশে দাঁড়ানো যে কোন মানুষেরই নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। আমরাও সেই দায়িত্ব পালনের চেষ্টা করছি। আমরা চাই সমাজের সব মানুষ একসঙ্গে আনন্দের সাথে জীবন যাপন করুক।

সেই সম্প্রীতি এবং সামাজিক বন্ধন তৈরির লক্ষে এই ইফতারের আয়োজন। ভবিষ্যতে আমরা ঐক্যবদ্ধ ভাবে এমন আরো মানবিক কর্মকাÐ পর্যায়ক্রমে পরিচালনা করে যাবো। সংগঠনের পক্ষ থেকে আরো বলা হয় উইমেন্স ডিজাইনার সোসাইটি পথচলার শুরু থেকেই সামাজিক এবং মানবিক বিভিন্ন কার্যক্রম করে আসছে।

সংগঠনের পাশাপাশি সমমনা সকলকে ঐক্যবদ্ধ রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। আমরা আশা করছি আমাদের মানবিক এই উদ্দেশ্য সফল হবে। বাংলাদেশ উইমেন্স ফ্যাশন ডিজাইনার সোসাইটি নারীদের নিয়ে কাজ করে যাচ্ছে এছাড়া বিগত দিনে অসহায়দের আর্থিক সহযোগিতা, স্বাবলম্বীকরণ কর্মসূচীসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

বলা হয়ে থাকে পবিত্র রমজান মাসে সাহরি ও ইফতার গ্রহণ গুরুত্বপূর্ণ কাজ। উভয় কাজেরই রয়েছে আলাদা আলাদা ফজিলত ও তাৎপর্য। রাতের শেষ সময়ে সাহরি গ্রহণ যেমন মানুষের জন্য বরকত ও কল্যাণের কাজ। তেমনি ইফতারও অনেক ফজিলতপূর্ণ সাওয়াবের কাজ। আর যদি কেউ কাউকে ইফতার করায় তার জন্য রয়েছে অতিরিক্ত সাওয়াব ও তাৎপর্য। যাতে ইফতার গ্রহণকারী ও ইফতারের আয়োজনকারী কারোরই সাওয়াব কমানো হবে না। রোজাদার গরিব কিংবা ধনী হোক, বন্ধু হোক বা আত্মীয়, দূরের বা কাছের, সে যেই হোক না কেন, তাকে ইফতার করালে তাতে উভয়ের জন্য রয়েছে বড় উপকার।

Leave a Reply