আন্তর্জাতিক মহাকাশকেন্দ্রে ছয় মহাকাশচারীর কাটানো একটি দিনকে বিস্তারিতভাবে ফুটিয়ে তুলে লেখা ‘অরবিটাল’ বইয়ের জন্য ২০২৪ সালের বুকার পুরস্কার জিতেছেন যুক্তরাজ্যের লেখক সামান্থা হার্ভে।
মঙ্গলবার (১২ নভেম্বর) এ পুরস্কার ঘোষণা করা হয়েছে।
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ৬ মহাকাশচারীর কাটানো একটি দিনকে বিস্তারিতভাবে ফুটিয়ে তোলা হয়েছে ‘অরবিটাল’ উপন্যাসে। অরবিটালে যে ৬ কাল্পনিক মহাকাশচারীর কথা বলা আছে, তাঁদের দুজন পুরুষ এবং চারজন নারী।