মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প পুনর্বহালের দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও স্মারকলিপি পেশ করা হয়েছে। রোববার (২৩ মার্চ) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে, চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি পেশ করে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ, চুয়াডাঙ্গা জেলা শাখা। কর্মসূচিতে প্রায় ৫০০ শিক্ষক উপস্থিত ছিলেন।
মানববন্ধনে সংগঠনের চুয়াডাঙ্গা জেলা সভাপতি লোকমান হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আকরামুল হক, জামাল উদ্দিন, দর্শনার কেয়ারটেকার আব্দুর রহমান, চুয়াডাঙ্গা সদরের হাফেজ মো. ওসমান গনি, দামুড়হুদার মো. মহিউদ্দীন, জীবননগরের আল আমিন হোসেনসহ আরও অনেকে।
বক্তারা বলেন, “মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম” প্রকল্পটি ১৯৯৩ সালে চালু হয়ে ধারাবাহিকভাবে সফলভাবে পরিচালিত হয়েছে। ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রকল্পের সপ্তম পর্যায়ের কার্যক্রম সম্পন্ন হয়। এই প্রকল্পের আওতায় শিক্ষিত বেকার যুবক, প্রতিবন্ধী ব্যক্তি, মহিলা শিক্ষিকা এবং মসজিদের ইমামরা আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে পাঠদান করে আসছেন।
বক্তারা আরও বলেন, প্রকল্পটি প্রাক-প্রাথমিক শিক্ষা বিস্তার, শিক্ষার্থীদের সরকারি বিদ্যালয়ে ভর্তি নিশ্চিতকরণ, স্বাক্ষরতার হার বৃদ্ধি, শুদ্ধভাবে কোরআন শিক্ষাদান এবং বাল্যবিবাহ, মাদক ও সন্ত্রাস প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বর্তমানে এ প্রকল্পের অধীনে সারা দেশে ৭৩,৭৬৮টি শিক্ষা কেন্দ্রে প্রতিবছর ২৪,১৪,২০০ জন শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করে।
তাঁরা পাঁচ দফা দাবিতে বলেন:
১. প্রকল্পটিকে আউটসোর্সিংয়ের আওতাভুক্ত না করে পুনর্বহাল করতে হবে।
২. পবিত্র রমজানের মধ্যে “নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম” প্রকল্পের অষ্টম পর্যায় অনুমোদন দিতে হবে।
৩. ঈদুল ফিতরের আগেই সকল শিক্ষক ও জনবলের বকেয়া বেতন পরিশোধ করতে হবে।
৪. প্রকল্পটিকে স্থায়ীভাবে কার্যকর করতে হবে।
৫. সরকারের গৃহীত শিক্ষা উন্নয়ন কর্মসূচির সঙ্গে প্রকল্পটির সমন্বয় করতে হবে।
মানববন্ধন শেষে সংগঠনের নেতৃবৃন্দ চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলামের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা হাসান ইমাম, মাওলানা মাহফুজুর রহমান, হাফেজ ওমর ফারুক, মাওলানা গিয়াস উদ্দিন, আলমগীর হোসেন, বিল্লাল হোসেনসহ আরও অনেকে।