মহান স্বাধীনতা দিবস ২০২৫ উপলক্ষে মুক্তিযোদ্ধা পেশাজীবী ও গুণীজনদের নিয়ে ইফতার মাহফিল আয়োজন করেছে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি। বুধবার (২৬ মার্চ) নগরীর র্যালির মোর এলাকার শাহজাহান সেন্টারে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
বিএনপির ময়মনসিংহ দক্ষিন জেলা শাখার সভাপতি জাকির হোসেন বাবলুর সভাপতিত্বে ও সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকনের সঞ্চালনায় বিভিন্ন রাজনৈতিক দল, সাংবাদিক, পেশাজীবী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণী পেশার কয়েক হাজার ব্যাক্তি অংশগ্রহণ করেন।
স্বাধীনতা দিবসের দোয়া ও মোনাজাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাগফেরাত কামনা এবং বিএনপির চেয়ারপাসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় দোয়া করা হয়।
অনুষ্ঠানে জুলাই আগষ্টে নিহত ও আহতদের পরিবারের সদস্যদের ইদ উপহার তুলে দেন জেলা বিএনপির নেতৃবৃন্দ। এ সময় বিএনপি নেতারা সামনের দিনে আহত নিহতের পরিবারের পাশে থাকার অঙ্গীকার করেন।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, মহানগর বিএনপির আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম, জামায়াতে ইসলামী ময়মনসিংহ জেলার আমির আব্দুল করিম, জেলা দায়রা জজ আদালতের পিপি আনোয়ারুল আজিজ টুটুল, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সহ অন্যান্য রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবি সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দীর্ঘ ১৫ বছর লড়াই সংগ্রাম করে অবশেষে গণঅভ্যুত্থানের মুখে হাসিনা সরকারের পতন ঘটে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই দেশের গণমানুষের দল। এই দলের প্রতিষ্ঠাতা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আপোসহীননেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি মানুষের অধিকার আদায় এবং গণতন্ত্র রক্ষার আন্দোলনে রাজপথে লড়াই সংগ্রাম করেছে। এই আন্দোলন যাতে বিফলে না যায়, স্বৈরাচারী সরকার যেন পুনরায় এ দেশে ক্ষমতায় ফিরতে না পারে সেজন্য সকল পেশজীবীদের সহায়তা চান তারা।