ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ পালিত

New-Project-9-7.jpg

ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ পালিত

২৪ ঘণ্টা বাংলাদেশ

“জ্ঞান-বিজ্ঞানে করব জয়, সেরা হব বিশ্বময়”—এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহে উদযাপিত হলো ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৫। জেলা প্রশাসনের আয়োজনে নগরীর বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বিজ্ঞান বিষয়ক সেমিনার ও প্রবন্ধ উপস্থাপনা।

অনুষ্ঠানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং এর বহুমাত্রিক ব্যবহার নিয়ে আয়োজন করা হয় একটি জ্ঞানগর্ভ সেমিনার। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লুৎফুর নাহার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা কামরুল নাহার।

বিশেষ বক্তা হিসেবে সেমিনারে বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল বিভাগের সহকারী প্রকৌশলী জান্নাতুল নাঈম। তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার আধুনিক বৈজ্ঞানিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, “বিজ্ঞানমেলা শুধুমাত্র প্রদর্শনী নয়, বরং এটি উদ্ভাবকদের সৃজনশীল চিন্তার বাস্তব প্রতিফলন।” তিনি চতুর্থ শিল্প বিপ্লবের প্রেক্ষাপটে এআই, রোবোটিক্স, আইওটি এবং বায়োটেকনোলজির মতো প্রযুক্তির গুরুত্ব ব্যাখ্যা করেন।

জান্নাতুল নাঈম বিদ্যুৎখাতের উন্নয়নে এআই ব্যবহারের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, “ন্যাশনাল লোড ডেসপাচ সেন্টার (এনএলডিসি) সহ বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ ব্যবস্থাকে আরও কার্যকর ও স্মার্ট করতে এআই একটি অপরিহার্য উপাদান।” তিনি সৌর বিদ্যুৎ কেন্দ্র ও স্মার্ট গ্রিড ব্যবস্থায় এআই ব্যবহারের বৈশ্বিক অগ্রগতির উদাহরণও তুলে ধরেন।

তরুণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “এআই কেবল প্রযুক্তি নয়, বরং এটি হতে পারে শিক্ষা ও গবেষণায় শক্তিশালী সহায়ক। তবে প্রযুক্তির অন্ধ অনুসরণ না করে নিজেদের মেধা ও চিন্তার বিকাশ ঘটাতে হবে।”

অনুষ্ঠানজুড়ে বক্তাদের আলোচনায় ভবিষ্যৎ বিজ্ঞানীদের জন্য অনুপ্রেরণার বার্তা প্রতিফলিত হয়। আয়োজকরা জানান, এই জাতীয় আয়োজন শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা গড়ে তুলতে সহায়ক হবে এবং দেশের প্রযুক্তি উন্নয়নে তরুণ প্রজন্মকে উৎসাহিত করবে।

Leave a Reply

scroll to top