ময়মনসিংহে চুরির ঘটনায় কথা কাটাকাটি, যুবককে কুপিয়ে হত্যা

New-Project-8-13.jpg

ময়মনসিংহে চুরির ঘটনায় কথা কাটাকাটি, যুবককে কুপিয়ে হত্যা

২৪ ঘণ্টা বাংলাদেশ ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে চুরির ঘটনায় কথা কাটাকাটির এক পর্যায়ে সাজিদ মিয়া (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২৬ মার্চ) দিবাগত রাত পৌনে বারোটায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত সজিব হামিদ উদ্দিন রোডের আবুল কামাল আজাদের ছেলে। তিনি বাবার হোটেল পরিচালনায় সহযোগিতা করতেন। আর ঘাতক মন্টি একই এলাকার শফিক মিয়ার ছেলে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা না হলেও জিজ্ঞাসাবাদের জন্য ১ জনকে নিয়ে গেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম খান।

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, শফিক মিয়ার ছেলে মন্টু মিয়া ও নিহত সাজিদ মিয়া একই এলাকার বাসিন্দা। কিছুদিন পূর্বে একটি চুরির ঘটনাকে কেন্দ্র করে তাদের মাঝে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মন্টু মিয়া সাজিদকে সুপারি কাটার শরতা দিয়ে বুকের মধ্যে উপর্যপুরি আঘাত করে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম খান জানান, বুধবার রাতে মন্টি এবং সজিবসহ বেশ কয়েকজন আড্ডা দিচ্ছিল। এসময় সজিব মন্টিকে তুই বলায় তাদের দুইজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে মন্টি দোকান থেকে সুপারি কাটার যাঁতি এনে সজিবকে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। ঘাতক ব্যক্তি তৎক্ষণাৎ পালিয়ে যাওয়ায় গ্রেপ্তার করা যায়নি। তবে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। লাশ হাসপাতালের মর্গে আছে। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Leave a Reply

scroll to top