পিরোজপুরের মঠবাড়িয়ায় একটি পরিত্যক্ত বাড়ির বাগান থেকে অজ্ঞাতনামা যুবতীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮মার্চ) বিকেলে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের উত্তর সোনাখালী গ্রামের জনৈক মিরাজুল ইসলামের বাড়ির বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, মিরাজুল ইসলামের ওই বাড়িতে কেউ থাকে না, বাড়িটি পরিত্যক্ত অবস্থায় থাকায় ফাঁকা ছিল। মঙ্গলবার বিকেলে বাড়ির বাগান থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা সেখানে গিয়ে ২৫/৩০ বছর বয়সী এক নারীর লাশ দেখতে পান। লাশটি পঁচে চেহারা বিকৃত হওয়ায় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে,এখানে কয়েক দিন আগে ওই নারীকে তুলে এনে ধর্ষণপূর্বক হত্যা করা হয়েছে।
মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেন বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছে। বিষয়টি অধিকতর তদন্তের জন্য সিআইডির একটি ফরেনসিক টিমকে ঘটনাস্থলে আসার জন্য খবর দেওয়া হয়েছে। এ ছাড়া পুলিশ লাশটি শনাক্তের চেষ্টা করছে।