শতাধিক পণ্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) ও সম্পূরক শুল্ক বাড়াতে যে অধ্যাদেশ জারি করেছে অন্তর্বর্তী সরকার, তা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। আজ শনিবার দুপুরে রাজধানীর বাংলামোটরে নিজেদের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানায় তারা।
শনিবার (১১ জানুয়ারি) রাজধানীর বাংলামোটরে ভ্যাট, শুল্ক বৃদ্ধির অধ্যাদেশ এবং টিসিবির ট্রাক সেল কর্মসূচি বন্ধের প্রতিক্রিয়ায় এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনি।
এ সময় আখতার হোসেন বলেন, আইএমএফের শর্ত মানতে গিয়ে এমন কিছু করা যাবে না, যেন সরকারের ওপর মানুষ আস্থা হারায়।
নির্বাচিত সরকার ছাড়া সংস্কার সম্ভব নয়, বিএনপির এমন বক্তব্যের সাথে দ্বিমত প্রকাশ করেন তিনি। বলেছেন, তড়িঘড়ি করে নির্বাচনের মধ্যে যাওয়া ঠিক হবে না। বরং একটা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের দাবি জানিয়েছেন আখতার হোসেন।