সড়ক দুর্ঘটনায় ভোলা সদর পৌর ছাত্রদলের যুগ্ম- আহ্বায়ক মো: আশিকুল ইসলাম রাকিব এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ এর ভোলা জেলা শাখার আহবায়ক মানস ঘোষ শান্ত।
বুধবার (২০ নবেম্বর) বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ এর প্যাডে এক লিখিত শোকবার্তায় ভোলা জেলা জাতীয় ছাত্র সমাজের আহবায়ক মানস ঘোষ শান্ত রাকিবের মৃত্যুতে এ শোক জানান। শোকবার্তায় তিনি বলেন, একটি মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরন করেন রাকিব। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
রাকিবের মৃত্যুতে ভোলা জেলা জাতীয় ছাএ সমাজের পক্ষ থেকে গভীরভাবে শোক প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ভোলা জেলা জাতীয় ছাত্র সমাজের এ নেতা। এছাড়াও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
উল্লেখ্য, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরন করেন ভোলা পৌর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মো: আশিকুল ইসলাম রাকিব। পরে আজ বুধবার ২০ নবেম্বর সকালে ভোলায় তার নিজ বাড়িতে সকাল ১০ টায় জানাজা সম্প