বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের লালমোহন উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। হাফিজুর রহমান মুন্না’কে আহ্বায়ক এবং জাহিদুল ইসলাম জাহিদ’কে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ ভোলা জেলার আহ্বায়ক মানষ ঘোষ শান্ত এই কমিটির অনুমোদন দেন। নব-নির্বাচিত এ কমিটির নেতৃবৃন্দরা বলেন, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের নেতৃত্বে একটি গণতান্ত্রিক, সুশাসন ভিত্তিক ও সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনে কাজ করবে। এছাড়াও ছাত্র সমাজের এ নতুন কমিটি শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা, গণতান্ত্রিক মূল্যবোধ বিকাশ এবং স্থানীয় পর্যায়ে সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে কাজ করবে। তরুণ প্রজন্মের রাজনৈতিক চেতনা জাগিয়ে তোলা এবং শিক্ষার্থীদের স্বার্থ রক্ষার জন্যও এই কমিটি কার্যকর ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা জানান নব-নির্বাচিত কমিটির নেতা ও কর্মীরা ।
২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটিতে: হাফিজুর রহমান মুন্না- আহ্বায়ক, মাকসুদুর রহমান শোভন- সিনিয়র যুগ্ন আহবায়ক, মেহেদী হাসান জিহাদ- যুগ্ন আহবায়ক, মাহমুদুল হাসান আবির- যুগ্ন আহবায়ক, জহিরুল ইসলাম জয়- যুগ্ন আহবায়ক, শাহজাহান চৌধুরী- যুগ্ন আহবায়ক, নাহিদ পাটোয়ারী – যুগ্ন আহবায়ক, জাহিদুল ইসলাম জাহিদ- সদস্য সচিব ও সম্মানিত সদস্য – তারেক রহমান, হাসনাইন আহমেদ, শিহাব, নাঈমুল ইসলাম, শরিফ মাহমুদ, রকিবুল ইসলাম, জিহাদ ইসলাম, জুয়েল হুজাইফা, মোঃ শুভ, আরিফুল ইসলাম, নাজিমুর রহমান মঞ্জু, আনন্দ ইসলাম শুভ এবং মোহাম্মদ তুষার।
এ বিষয়ে ভোলা জেলা আহ্বায়ক মানষ ঘোষ শান্ত বলেন, নতুন কমিটির নেতৃত্বে লালমোহন উপজেলায় জাতীয় ছাত্র সমাজের কার্যক্রম আরও শক্তিশালী হবে এবং শিক্ষার্থীদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।