ছাত্র-জনতার গণবিপ্লবে সংগঠিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা, সংখ্যানুপাতিক পিয়ার পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন ও ইসলামী সমাজ ভিত্তিক কল্যান রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ভোলার চরফ্যাশনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর গণ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ ডিসেম্বর) চরফ্যাশন উপজেলার ফ্যাশন স্কয়ার চত্ত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইসলামি আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণ শাখার সভাপতি মাওলনা আলাউদ্দিন তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আবু ইউসুফের সঞ্চালনায় গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর, শায়েখে চরমোনাই, মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম। এ সময় তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমরা সংখ্যানুপাতিক পিয়ার পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন চাই।যে নির্বাচনে সমস্ত দলের সমস্ত মতের মানুষ অংশগ্রহণ করতে পারবে।