ভোলায় কোস্টগার্ডের অভিযানে হাতবোমা-আগ্নেয়াস্ত্রসহ আটক ৬

New-Project-60-2.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

ভোলা সদর উপজেলার শিবপুরে অভিযান চালিয়ে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১০টি দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ হাতবোমাসহ ৬ জনকে আটক করেছে কোস্টগার্ড দ‌ক্ষিণ জোন।

রোববার (২৯ ডিসেম্বর) ভোরের দিকে ভোলা সদর উপজেলার শিবপুর ইউ‌নিয়নের রতনপুর গ্রামের ন‌জির ‌মেম্বার ও সিকান্দার মেম্বারের বা‌ড়ি থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, মো. ম‌ফিজুল হক মজু (৬২), মো. শা‌কিল (২৬), মো. মোবারক (৩৮), মো. ইব্রাহীম (২৩), মো. মামুন (৩২) ও মো. সিকান্দার (৬৪)। তারা সবাই শিবপুর ইউ‌নিয়নের রতনপুর গ্রামের বাসিন্দা।

কোস্টগার্ড দ‌ক্ষিণ জোনের স্টাফ অ‌ফিসার অপারেশন লে. কমান্ডার রিফাত আহমেদ জানান, গোপন সংবাদের ভি‌ত্তিতে আজ গভীর রাত থেকে ভোর পর্যন্ত বিশেষ অ‌ভিযান চা‌লিয়ে ওই ৬ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব‌্যবস্থা গ্রহণের জন‌্য সকল জব্দকৃত আলামতসহ ভোলা মডেল থানায় হস্তান্তর করা হবে। আটককৃতদের বিরুদ্ধে জ‌মি দখল, চাঁদাবাজীসহ বি‌ভিন্ন ধর‌ণের সন্ত্রাসী কর্মকা‌ন্ডের অ‌ভিযোগ রয়েছে বলেও জানান তিনি।

Leave a Reply

scroll to top