ভোলার আবাসনে গ্যাস সংযোগ ইন্ট্রাকোর সাথে অবৈধ চুক্তি বাতিল ভোলা -বরিশাল সেতু বাস্তবায়ন। ছাত্র জনতার গণবিপ্লবে সংঘটিত গনহত্যার বিচার দুর্ণীতিবাজদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করা ও সংখ্যানুপাতিক(PR) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এর দাবীতে ভোলায় গন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকালে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে ইসলামি আন্দোলন ভোলা জেলা উত্তর শাখার আয়োজনে গন সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর, শায়েখে চরমোনাই, মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম।
এসময় ইসলামী আন্দোলন ভোলা জেলা উত্তর শাখার সাধারণ সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম তারেক এর সঞ্চালনায় ও সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজি এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ সিরাজুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলনের সাংগঠনিক সম্পাদক ও ভোলা-১ আসনের সংসদ সদস্য পদপ্রাথী মাওলানা ওবায়েদুর রহমান বিন মোস্তফা সহ আরো অনেকে।