ভোলায় আসামি ধরতে গিয়ে হামলা, গুরুতর আহত ২ পুলিশ সদস্য

New-Project-2025-01-06T223736.856.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

ভোলার বোরহানউদ্দিনে ওয়ারেন্টভুক্ত আসামিকে ধরতে গিয়ে হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন পুলিশের অতিরিক্ত উপ-পরিদর্শক (এএসআই) আলমাস ও নুরুল ইসলাম।

সোমবার (৬ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার বড়মানিকা ইউনিয়নের আলিমুদ্দিন বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন আহত দুই পুলিশ সদস্য।

হামলার বিষয়টি নিশ্চিত করে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছিদ্দিকুর রহমান জানান, নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি নসু মিয়ার ছেলে রুবেলকে (৪০) ধরতে উপজেলার বাটামারা ইউনিয়নের তার বাড়িতে অভিযান চালান এএসআই আলমাস ও নুরুল ইসলাম।

এসময় আসামির স্বজনেরা তাদের ওপর অতর্কিত হামলা করে আসামিকে ছিনিয়ে নেয়। একই সঙ্গে ওই দুই পুলিশ সদস্যকে এলোপাতারি মারধর ও ছুরি দিয়ে মাথায়, হাতে ও পিঠে আঘাত করে। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়।

হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চলছে বলে জানিয়েছেন ওসি ছিদ্দিকুর রহমান।

 

Leave a Reply

scroll to top