ভেড়ামারা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আল হেরা মডেল একাডেমীতে ব্যাপক আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে দ্বি- বার্ষিক বই মেলা এবং পিঠা উৎসব। ১২ ফেব্রুয়ারি (বুধবার) সকাল ১০টায় মেলার উদ্বোধন হয়।
মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য মেজর সোহেল রানা মিলন পিএসসি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সাপ্তাহিক সীমান্ত কথা পত্রিকার সম্পাদক হেলাল মজুমদার, সাপ্তাহিক চেতনায় কুষ্টিয়া পত্রিকার সম্পাদক জাহাঙ্গীর হোসেন জুয়েল, সাপ্তাহিক কুষ্টিয়ার মুখ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শাহ জামাল, ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি কামরুল ইসলাম মনা, দৈনিক যুগান্তর পত্রিকার ভেড়ামারা প্রতিনিধি রেজাউল করিম, দৈনিক জনবানী পত্রিকার ভেড়ামারা প্রতিনিধি ওলিউল ইসলাম ওলি, দৈনিক কালবেলা পত্রিকার ভেড়ামারা প্রতিনিধি বুলবুল আহমেদ, দৈনিক লালন কন্ঠ পত্রিকা ও সাপ্তাহিক অন্ধকার জগত পত্রিকার সহ-সম্পাদক মোহন আলী, সাংবাদিক ফিরোজ আহমেদ, সাংবাদিক মাহমুদুল হাসান চন্দন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গগণ।