ঘরের মাঠে সাউথ আফ্রিকার কাছে ধবলধোলাই হওয়ার পর খুব একটা বিশ্রামের সুযোগ পায়নি বাংলাদেশ ক্রিকেট দল। আগামী বুধবারই মাঠে নামতে হবে আফগানিস্তানের বিপক্ষে। সেই জন্য ১৫ সদস্যের দলে থাকা ১৩ জনই ইতোমধ্যে দুবাইয়ে পৌঁছেছেন। তবে ভিসা জটিলতায় দলের সাথে এখনও যেতে পারেননি স্পিনার নাসুম আহমেদ ও পেসার নাহিদ রানা।
বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির এক কর্মকর্তা। নাম প্রকাশে অনিচ্ছুক ঐ কর্মকর্তা বলেছেন, ‘নাসুম ও নাহিদ রানা এখনও ভিসা পাননি। আজই সেটা পাওয়ার কথা। ভিসা পাওয়া মাত্রই তারা দুবাইয়ের বিমানে চড়বেন।’
আগামী ৬ নভেম্বর প্রথম ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। সিরিজের দ্বিতীয় ওয়ানডে ৯ নভেম্বর। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচটি মাঠে গড়াবে ১১ নভেম্বর। আফগানিস্তানের চাওয়া অনুযায়ী সবগুলো ম্যাচগুলোই অনুষ্ঠিত হবে শারজাহায়।