ভারত-পাকিস্তান সংঘাত

কাশ্মির সীমান্তে গোলাবর্ষণে উত্তপ্ত ভারত-পাকিস্তান, নিহত ১০০ ছাড়াল!

ভারত-পাকিস্তান সংঘাত

ভারত-পাকিস্তান সংঘাত

মুহাম্মাদ নূরে আলম

কাশ্মির সীমান্তে নতুন করে গোলাবর্ষণে উত্তপ্ত হয়ে উঠেছে ভারত-পাকিস্তান। পাকিস্তানের ছোড়া কামানের গোলায় ভারতের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অন্তত ১৫ বেসামরিক নাগরিক নিহত ও ৪৩ জন আহত হয়েছেন। মঙ্গলবার রাত থেকে এ সংঘর্ষ শুরু হয় বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির লাইভ আপডেটে বলা হয়, পাকিস্তান জম্মু-কাশ্মিরের পুঞ্চ ও তাংধর এলাকার বেসামরিক স্থাপনায় গোলাবর্ষণ করেছে। পাল্টা প্রতিক্রিয়ায় বুধবার রাতেই ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের নিয়ন্ত্রণাধীন কাশ্মিরের অন্তত ৯টি স্থানে পাল্টা হামলা চালায়। মাত্র ২৫ মিনিটে ২৪টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ভারত, যাতে পাকিস্তানের অন্তত ৭০ জন নিহত হয়েছেন বলে ভারতীয় পক্ষ দাবি করেছে।

তবে পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, ওই হামলায় তাদের ২৬ জন নিহত হয়েছেন। এ ছাড়া নিয়ন্ত্রণ রেখা বরাবর দুই পক্ষের সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। এতে ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে আরও ১০ জন নিহত এবং ৩০ জনের বেশি আহত হন।

ভারত-পাকিস্তান সংঘাতঃ পাকিস্তানের দাবি, তারা ভারতের অন্তত পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। যদিও ভারতীয় কর্মকর্তারা তিনটি বিমান বিধ্বস্ত হওয়ার কথা স্বীকার করেছেন।

এমন হামলা-পাল্টা হামলার ঘটনায় দুই দেশের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। এরই মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী জরুরি জাতীয় নিরাপত্তা কমিটি বৈঠক ডেকেছেন এবং সেনাবাহিনীকে প্রয়োজনীয় প্রতিক্রিয়া জানানোর অনুমতি দিয়েছেন।

কাশ্মির ইস্যুকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সাম্প্রতিক এই সংঘর্ষ নতুন করে দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে যুদ্ধের আশঙ্কা বাড়িয়ে তুলেছে।

Leave a Reply

scroll to top