ব্র্যাক ইউনিভার্সিটির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের স্প্রিং ২০২৫ সেমিস্টারের নতুন শিক্ষার্থীদের স্বাগত জানাতে এবং একাডেমিক প্রত্যাশা, শিল্পখাতের চাহিদা ও ক্যারিয়ার সম্পর্কে ধারণা দিতে একটি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে আজ। সোমবার (২৪ মার্চ) অনুষ্ঠানের সূচনা করেন সিএসই বিভাগের চেয়ারপারসন ও সহযোগী অধ্যাপক সাদিয়া হামিদ কাজী।
স্বাগত বক্তব্যে তিনি প্রযুক্তির দ্রুত পরিবর্তনশীল প্রকৃতি, একাডেমিক সাফল্য, উদ্ভাবনী চিন্তাভাবনা এবং সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি, বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সম্পদ কাজে লাগানোর জন্য শিক্ষার্থীদের পরামর্শ দেন।
এরপর বিভাগের পরিচিতি, একাডেমিক নীতি, শিক্ষকবৃন্দ এবং সুযোগ-সুবিধা নিয়ে নতুন শিক্ষার্থীদের জন্য একটি বিস্তারিত উপস্থাপনা প্রদর্শন করা হয়। এছাড়াও, বিকাশ লিমিটেডের প্রধান পণ্য ও প্রযুক্তি কর্মকর্তা মোহাম্মদ আজমাল হুদা অতিথি বক্তা হিসেবে প্রযুক্তিখাতে এগিয়ে থাকতে প্রয়োজনীয় দক্ষতার বিষয়ে আলোকপাত করেন।
ব্র্যাক ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থী ও বিকাশের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ইনতেখাব সাদেকীন তাঁর শিক্ষাজীবন থেকে পেশাদার ক্যারিয়ারের অভিজ্ঞতা শেয়ার করেন। তিনি অবিরত শেখা, যোগাযোগ দক্ষতা এবং পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার ওপর জোর দেন।
অনুষ্ঠানের শেষভাগে “আপনি কি মনোযোগ দিয়েছিলেন?” শীর্ষক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে অতিথি বক্তাদের আলোচনা ও উপস্থাপনার মূল বিষয়গুলো নিয়ে প্রশ্ন করা হয়।
নতুন শিক্ষার্থীদের পরামর্শদাতা টিমের কোর্ডিনেটর ও সিএসই বিভাগের লেকচারার খন্দকার নাজিয়া ইকবাল, মো: শামিম মিয়া এবং মো: সাব্বির আহমেদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।