আনন্দ, সংস্কৃতি ও প্রতিযোগিতার এক অনন্য সমন্বয়

New-Project-8-1.jpg

ব্র্যাক ইউনিভার্সিটিতে ঈদ ফেস্ট ২০২৫: আনন্দ, সংস্কৃতি ও প্রতিযোগিতার এক অনন্য সমন্বয়

২৪ ঘণ্টা বাংলাদেশ ব্র্যাক বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ব্র্যাক ইউনিভার্সিটির ইনডোর গেমস ক্লাব আয়োজন করেছে ঈদ ফেস্ট ২০২৫, যা অনুষ্ঠিত হবে ৭ থেকে ১২ এপ্রিল পর্যন্ত। এই আয়োজন শুধুই উৎসব নয়, বরং এটি এক আনন্দঘন পরিবেশে শিক্ষার্থীদের জন্য তৈরি করা হয়েছে খেলাধুলা, খাবার, ফ্যাশন ও মজার নানা আয়োজনে ভরপুর একটি সপ্তাহ।

বিশ্ববিদ্যালয়ের চত্বরে বসবে রঙিন স্টল সেকশন, যেখানে থাকবে মুখরোচক খাবার, ট্রেন্ডি পোশাক এবং আকর্ষণীয় গেমস। শিক্ষার্থীরা এখানে বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পারবে, নতুন কিছু আবিষ্কার করতে পারবে এবং উপভোগ করতে পারবে ঈদের বিশেষ আমেজ।

ঈদ ফেস্টের সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো ক্লাব ওয়ারস: রাইজ অব চ্যাম্পিয়নস – সিজন ৮। এই ইভেন্টে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব মুখোমুখি হবে এক রোমাঞ্চকর প্রতিযোগিতায়। এই প্রতিযোগিতা শুধু ক্লাবগুলোর দক্ষতা প্রদর্শনের সুযোগই নয়, বরং এটি তৈরি করবে এক দারুণ অভিজ্ঞতা দর্শকদের জন্য।

আয়োজনটির সংবাদমাধ্যম সহযোগী হিসেবে রয়েছে ডিবিসি নিউজ, পিআর পার্টনার হিসেবে আছে দ্য কোটেড এবং মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে স্টুডেন্ট জার্নাল।

বিস্তারিত জানতে ভিজিট করুন: https://buigc.top/

এই ঈদে আসুন, আনন্দ ভাগ করে নিই এবং উপভোগ করি একটি স্মরণীয় সপ্তাহ, যেখানে থাকবে উৎসব, মজা ও উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতা।

Leave a Reply

scroll to top