ব্রিটিশ, পাকিস্তানকে ভয় পাইনি, ভারতকে ভয় পাওয়ার প্রশ্নই আসে না বলে মন্তব্য করেছেন মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী।
শুক্রবার (০৬ডিসেম্বর) পিরোজপুরের নাজিরপুর উপজেলা দেউলবাড়ী দেবড়া ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক আয়োজিত গাওখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রধানবক্তা হিসেবে মাসুদ সাঈদী এসব কথা বলেন।
মাসুদ সাঈদী বলেন, বাংলাদেশকে নিয়ে প্রতিবেশী কোনো দেশ যদি কোনো ধরণের ষড়যন্ত্র করে তাহলে দেশের মানুষ ষড়যন্ত্র মোকাবিলা করে দাঁতভাঙ্গা জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে।
তিনি বলেন, শেখ হাসিনা ভারতে অবস্থান করায় উগ্রবাদীরা বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র করার সাহস পাচ্ছে। ভারতের উস্কানিতে এসব করা হচ্ছে। বাংলাদেশের মানুষ ব্রিটিশকে ভয় পাইনি, পশ্চিম পাকিস্তানের কামান, গোলাবারুদকে ভয় পায়নি, ভারতকে ভয় পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না।
তিনি বলেন, দেশকে ভারতীয় আগ্রাসন থেকে মুক্ত করতে বাঘের মতো লড়াই করতে রাজি আছি। শত শত মায়ের বুক খালি করা খুনি হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে। ভারত নিজেকে বন্ধু রাষ্ট্র বলে দাবি করলেও কখনোই তারা বন্ধুত্বের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। তবুও প্রতিবেশী দেশ হিসেবে ভারত বাংলাদেশের পাশে থাকবে এটাই বাংলার জনগণ প্রত্যাশা করে।
ভারত সরকারের সমালোচনা করে মাসুদ সাঈদী বলেন, ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। পূর্ব সতর্কতা ছাড়াই বাঁধ ছেড়ে দিয়ে পানিতে ডুবিয়ে মানুষ মেরেছে। দেশের সম্পদ নষ্ট করেছে। আবার শুকনো মৌসুমে পানি বন্ধ করে রেখে আমাদের সমস্যায় ফেলেছে। সীমান্তে পাখির মত মানুষ গুলি করে মারছে। এটা কিছুতেই সহ্য করা হবে না।
তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোসররা এখনো অন্তবর্তী সরকারের গুরুত্বপূর্ণ পদে রয়েছে। তারা দেশকে অস্থিশীল করার চক্রান্ত করছে। এরাই সরকারকে বেকায়দায় ফেলার জন্য নানা ধরনের চক্রান্ত করছে। এসব বিশ্বাসঘাতক দালালদের পদ থেকে বের করে দিতে হবে।