ব্যাটিং ব্যর্থতা ঢাকলেন বোলারেরা, বুমরার পাঁচ উইকেটে ৪৬ রানের লিড ভারতের

New-Project-14-4.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

ভারত-অস্ট্রেলিয়ার মর্যাদার লড়াই বোর্ডার–গাভাস্কার ট্রফির প্রথম ম্যাচেই ৭২ বছরের রেকর্ড ভেঙেছিল দুই দলের পেসাররা। পার্থে প্রথম দিনেই পড়েছে ১৭ উইকেট। প্রথম টেস্টের প্রথম দিনে চা বিরতির আগে ভারতের প্রথম ইনিংস শেষ হয়েছে ১৫০ রানে। জবাবে ব্যাট করতে নেমে নাকানি চুবানি খেয়েছে অজিরাও। অস্ট্রেলিয়াকে ১০৪ রানে অলআউট করে ৪৬ রানের লিড নিয়েছে ভারত। ৫ উইকেট নিয়েছেন জাসপ্রীত বুমরাহ।

প্রথম দিনের প্রথম দুটি সেশনই ছিল অস্ট্রেলিয়ার, ভারত ছিল হতাশায়। কিন্তু তৃতীয় ও শেষ সেশনে ম্যাচের মোড় ঘুরেছে ১৮০ ডিগ্রি। অস্ট্রেলিয়াকে টপকে পার্থ টেস্টে নিয়ন্ত্রকের ভূমিকা নেয় বিরাট কোহলীরা। যাসপ্রীত বুমরাহর মারকুটে বোলিংয়ে সাজঘরে ফেরেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার নাথান ম্যাকসুয়েনি ও উসমান খাজা এবং তারকা ব্যাটসম্যান স্টিভেন স্মিথ। এর মধ্যে খাজা ও স্মিথকে ফেরান টানা দুই বলে। পরে হর্ষিত রানা এসে ট্রাভিস হেড আর মোহাম্মদ সিরাজ মিচেল মার্শ ও মারনাস লাবুশেনকে তুলে নিলে ৪৭ রানেই ৬ উইকেট হারায় অস্ট্রেলিয়া। দিনের খেলা শেষের দুই ওভার আগে কামিন্সকে ফিরিয়ে নিজের চার উইকেট পূর্ণ করেন বুমরাহ।

দ্বিতীয় দিনের শুরুতেই অ্যালেক্স ক্যারেকে আউট করে নিজের ফাইফার পূর্ণ করেন ভারতীয় অধিনায়ক। এরপর হর্ষিত দ্রুতই তুলে নেন ন্যাথান লায়নকে। ৭৯ রানে ৯ উইকেট হারিয়ে একশোর নিচে থামার দিকে ছিল অজিরা। এরপর প্রতিরোধ গড়েন স্টার্ক। জস হ্যাজেলউডকে আরেক পাশে রেখে যোগ করেন ২৫ রান। তাদের দশম উইকেট জুটিতে একশো পেরিয়ে যায় অস্ট্রেলিয়া। লাঞ্চের খানিক আগে হারশিতই ভাঙেন জুটি, মুড়ে দেন ইনিংস। উড়িয়ে মারতে গিয়ে সহজ ক্যাচ তুলে থামেন ১১২ বলে ২৬ করা স্টার্ক। প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট হওয়া ভারতের লিড এখন ৪৬ রানের।

Leave a Reply

scroll to top