জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য ও সংস্কৃতিকে নিয়ন্ত্রণ করতেই স্বাধীনতার যুদ্ধে এ দেশকে সাহায্য করেছিল ভারত।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে শনিবার (১৪ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য ও সংস্কৃতিকে নিয়ন্ত্রণ করতেই স্বাধীনতার যুদ্ধে এ দেশকে সাহায্য করেছিল ভারত। আওয়ামী লীগের আমলেও তা অব্যহত ছিল। ভারত শুধু শোষণই করে গেছে আমাদের।
জামায়াতের সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার বলেন, স্বাধীনতার দীর্ঘ সময় অতিবাহিত হলেও বুদ্ধিজীবী হত্যার সঠিক কোনও তদন্ত হয়নি। জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের হত্যার সঠিক তদন্তের সময় এসেছে। স্বাধীনতার প্রাক্কালে জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যার মধ্য দিয়ে দেশকে মেধাশূন্য করার চেষ্টা করা হয়।
তিনি বলেন, চিত্রনির্মাতা, সাংবাদিক ও মুক্তিযোদ্ধা জহির রায়হান মুক্তিযুদ্ধের ডকুমেন্টারি তৈরি করার জন্য মাঠে নেমেছিলেন। তবে এই কাজ করতে করতে হঠাৎ করেই তিনি নিখোঁজ হয়ে যান।
জাতির শ্রেষ্ঠ সন্তান জহির রায়হানকে হত্যার মধ্য দিয়ে সত্য উদঘাটন বাধাগ্রস্ত করা হয় হয় বলে মন্তব্য করেন জামায়াতের সেক্রেটারি।