বৈজ্ঞানিক সমাজতন্ত্রের অনুসারী ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

New-Project-2025-01-04T021006.031.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের অনুসারী বাংলাদেশ ছাত্রলীগ (ননী-মাসুদ)। শনিবার (৪ জানুয়ারি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের কেন্দ্রীয় সংসদের উদ্যোগে সকাল ১১টায় নগরীর কর্ণেল তাহের মিলনায়তনে আলোচনা সভা ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

সভায় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাশিদুল হক ননীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসুদ আহাম্মেদের সঞ্চলনায় অনুষ্ঠিত আলোচনাসভা ও পুনর্মিলনীতে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা শফিউদ্দিন মোল্লাহ, সাবেক ছাত্রলীগ নেতা বীরমুক্তিযোদ্ধা মোসাব্বির আহমেদ, সাবেক ছাত্রলীগ নেতা বীরমুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা মোহাম্মদ মোহসীন, সাবেক সাধারণ সম্পাদক মীর্জা মোহাম্মদ আনোয়ারুল হক, সাবেক সাধারণ সম্পাদক আলী হাসান তরুন, সাবেক দফতর সম্পাদক হুমায়ুন কবির সরদার, সাবেক ছাত্রলীগ নেতা মো: মনির হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা আহসান হাবিব শামীম, সাবেক ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান রাজু, সাবেক ছাত্রলীগ নেতা মাহবুবুর রহমান খোকন, সাবেক ছাত্রলীগ নেতা এড. মোহাম্মদ সেলিম, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক হাসানাতুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক হাসান আজিজ জনি, সহ-সম্পাদক নাঈম মল্লিক। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি গোলাম কিবরিয়া, সদস্য গোপাল রাজবংশি, সদস্য শাহ মো: ছোরায়েদ সাদিসহ বর্তমান ও সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, বৈজ্ঞানিক সমাজতন্ত্রে বিশ্বাসী বাংলাদেশ ছাত্রলীগ ভাষা আন্দোলন, স্বাধীকার আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধের আপসহীন বিপ্লবী ধারাকে ধারণ করেই স্বাধীন বাংলাদেশে শ্রেণীহীন বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যয়ে বৈজ্ঞানিক সমাজতন্ত্রকে মূলমন্ত্র হিসাবে গ্রহণ করে সমাজ বদলের বিপ্লবী সংগ্রামের সূচনা করে এবং সমাজ বদলের সংগ্রামের পথেই আগুয়ান আছে। ৭৭ বছরের সংগ্রামে ছাত্রলীগের হাজার হাজার নেতা-কর্মী-সদস্য আত্মবলিদান দিয়েছে। বক্তারা বলেন, ঘড়ির কাটা উল্টা দিকে ঘুরিয়ে, সমাজকে সামনের দিকে এগিয়ে যাবার গতি থামিয়ে পিছনের দিকে টেনে নেয়ার সকল প্রতিক্রিয়াশীলতা বিরুদ্ধে প্রগতিশীল সংগ্রাম এগিয়ে নিতে বৈজ্ঞানিক সমাজতন্ত্রে বিশ্বাসী বাংলাদেশ ছাত্রলীগ কাজ করে যাচ্ছে। বক্তারা শিক্ষাক্ষেত্রে সকল বৈষম্যের অবসানে একদেশ-এক শিক্ষানীতির ভিত্তিতে আধুনিক বিজ্ঞানভিত্তিক মানসম্মত দক্ষতামুখী শিক্ষা ব্যবস্থা চালু, শিক্ষাঙ্গন-সমাজ-রাষ্ট্রে মবের রাজত্ব ও দখলদারিত্বের অবসান, শিক্ষাঙ্গনে শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য আতংকমুক্ত মর্যাদাপূর্ণ জীবন, শিক্ষাঙ্গনকে মুক্তবুদ্ধি-যুক্তি-জ্ঞান-বিজ্ঞান চর্চার ক্ষেত্র হিসাবে গড়ে তোলার দাবিতে সংগ্রাম গড়ে তোলার পাশাপাশি স্বাধীনতা, মুক্তিযুদ্ধসহ জাতীয় ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি মুছে ফেলার বিরুদ্ধে সংগ্রাম গড়ে তুলতে হবে।

৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বৈজ্ঞানিক সমাজতন্ত্রে বিশ্বাসী ছাত্রলীগ দেশের বিভিন্ন জেলায়-উপজেলায় আলোচনাসভা ও পুনর্মিলনীর আয়োজন করে।

Leave a Reply

scroll to top