বেরোবিতে জলবায়ু ধর্মঘট, জীবাশ্ম জ্বালানির বিনিয়োগ বন্ধের দাবি

New-Project-36.jpg

বেরোবিতে জলবায়ু ধর্মঘট, জীবাশ্ম জ্বালানির বিনিয়োগ বন্ধের দাবি

২৪ ঘণ্টা বাংলাদেশ বেরোবি প্রতিনিধি

“#Don’t Sell Our Future” এবং “বাংলাদেশে জীবাশ্ম জ্বালানির বিনিয়োগ বন্ধ করুন” — এই দাবিকে সামনে রেখে এবং  “গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক ২০২৫” উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পালিত হয়েছে জলবায়ু ধর্মঘট। শুক্রবার (১১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ২নং গেইটে এই ধর্মঘট পালিত হয়।

তরুণ-তরুণী ও পরিবেশ সচেতন শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেয় ‘Yauth Net GLOBAL Rangpur District’-এর সদস্যরা। তারা বাংলাদেশের বিদ্যুৎ খাতে নবায়নযোগ্য জ্বালানির ওপর ভিত্তি করে একটি আধুনিক ও টেকসই ‘বিদ্যুৎ মহা পরিকল্পনা’ প্রণয়নের দাবি জানান।

ধর্মঘটে ইয়ুথনেট গ্লোবাল রংপুর জেলার জেলা সমন্বয়ক নাজমুস সাকিব বলেন,‌ আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে উন্নত দেশগুলো যে প্রতিশ্রুতি দিয়েছে, তা বাস্তবায়ন করে বাংলাদেশকে অর্থ ও প্রযুক্তিগত সহায়তা দিতে হবে। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের মতো দেশগুলোর ওপর চাপিয়ে দেওয়া জলবায়ু ঋণ নিঃশর্তভাবে মওকুফ করার দাবিও জানানো হয়।

এছাড়াও কর্মসূচিতে বাংলাদেশসহ বৈশ্বিক জলবায়ু ন্যায়বিচার এবং সব দেশের জন্য ন্যায্য জ্বালানি রূপান্তরের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। এবং নতুন বাংলাদেশ এর জন্য নবায়নযোগ্য জ্বালানি শক্তি নির্ভর বিদ্যুৎ ব্যবহার এর আবেদন জানানো হয়

আয়োজকেরা জানান, এই আন্দোলন দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে তারা কাজ করে যাবেন।

Leave a Reply

scroll to top