বেতন বাড়ানোর দাবিতে বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকদের শাহবাগ অবরোধ

New-Project-36-4.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

বেতন বাড়ানোর দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা।

রোববার (২২ ডিসেম্বর) দুপুরে শাহবাগ মোড় অবরোধ করেন তারা। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বলেন, দেড়টার দিকে চিকিৎসকরা শাহবাগ মোড় বন্ধ করে অবস্থান নিয়েছেন। এর ফলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। আমরা কথা বলে তাদেরকে সড়ক থেকে সরিয়ে দিতে সর্বোচ্চ চেষ্টা করছি।

 

 

Leave a Reply

scroll to top