বেতন পেলেন শ্রমিকরা, শনিবার থেকে খুলবে কারখানা

1731666676-528af14649c43ab358fcb6e3afc5b54a.jpg
নিজস্ব প্রতিবেদক

বেতনের দাবিতে টানা তিন দিন গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ-বিক্ষোভ করা টিএনজেড গ্রুপের পোশাক শ্রমিকরা বকেয়া বেতন পেয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রমিকদের বিকাশ অ্যাকাউন্টে এই বেতন পরিশোধ করা হয়। এর ফলে শ্রমিকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

কারখানার চেয়ারম্যান মো. হেদায়েতুল হক জানান, শ্রমিকদের এক মাসের পাওনা বাবদ পরিশোধ করা হয়েছে। এরই মধ্যে বিচ্ছিন্ন থাকা কারখানার বিদ্যুৎ ও গ্যাস লাইনের সংযোগ দেওয়া হয়েছে। কর্তৃপক্ষের আশা, শনিবার থেকে কারখানায় উৎপাদন কাজ আবারও শুরু করা হবে।

শ্রমিক কর্মচারীরা বেতন পেয়ে খুবই খুশি। দীর্ঘদিন কারখানা বন্ধ থাকায় কাজ ছাড়াই তাদের বেতনের ওই টাকা দিতে হয়েছে।

Leave a Reply

scroll to top