বৃষ্টি বাধায় পরিত্যক্ত বাংলাদেশ–পাকিস্তান ম্যাচ

New-Project-10-2.jpg

বাংলাদেশ–পাকিস্তান ম্যাচ পরিত্যক্ত

২৪ ঘণ্টা বাংলাদেশ

শেষ পর্যন্ত বৃষ্টিই জিতল। বাংলাদেশ–পাকিস্তানের নিয়মরক্ষার ম্যাচে টসও হতে দিল না রাওয়ালপিন্ডির ঝুম বৃষ্টি। পয়েন্ট ভাগাভাগি করল দুই দল।  চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের শেষ ম্যাচে আজ পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার কথা ছিল বাংলাদেশের। তবে বৃষ্টির কারণে টসই হতে পারেনি। প্রায় দেড় ঘণ্টার অপেক্ষার পর ম্যাচটি পরিত্যাক্ত ঘোষণা করা হয়েছে। ফলে দুই দলই এক পয়েন্ট করে পেয়েছে। এবারের আসর থেকে বাংলাদেশের প্রাপ্তি এই এক পয়েন্টই।

যদিও এই পয়েন্ট ভাগাভাগিতে ‘এ’ গ্রুপের পয়েন্ট তালিকায় কোনো প্রভাবই ফেলতে পারছে না। আগের ম্যাচে নিউজিল্যান্ডের কাছে বাংলাদেশ হেরে যাওয়ায় এই গ্রুপ থেকে দুই সেমিফাইনালিস্ট নির্ধারিত হয়ে গিয়েছিল। একই সঙ্গে পাকিস্তানকে নিয়ে ছিটকে যায় বাংলাদেশ। আগামী রোববার সেমিফাইনালে উঠে যাওয়া ভারত–নিউজিল্যান্ডের ম্যাচটি গ্রুপসেরা হওয়ার লড়াই।

রাওয়ালপিন্ডিতে গত কয়েক দিন ধরেই বৃষ্টি হচ্ছে। গতকাল রাতেও বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) তিনটায় শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচটি। তবে বৃষ্টির সম্ভাবনা আছে তা আগেই জানিয়ে রেখেছিল আবহাওয়া বিভাগ। সকালে একটু থামলেও আবহাওয়া মেঘাচ্ছন্ন ছিল। দুপুর থেকেই আবারো থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আর এই মাঠের ড্রেনেজ ব্যবস্থাও খুব একটা উন্নত না। ফলে বৃষ্টি থামলেও মাঠ ঠিক করতে বেশ কিছু সময় লাগতো। কিন্তু সেই সুযোগটুকুও পাননি মাঠ কর্মীরা। গুড়িগুড়ি বৃষ্টির তোড়টাও বেড়েছে আগের থেকে। তাই আগেভাগেই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে ম্যাচ।

এখন পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে ৩৯ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-পাকিস্তান। এর মধ্যে বাংলাদেশ মাত্র ৫টিতে জিতেছে এবং ৩৪টিতে হেরেছে। আইসিসি ইভেন্টে বাংলাদেশের একমাত্র জয় ১৯৯৯ বিশ্বকাপে। পাকিস্তানের মাঠে বাংলাদেশ আগে কখনোই জয় পায়নি। ১২ ম্যাচের সবকটিতেই হেরেছে বাংলাদেশ। আর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবারই দুই দল প্রথমবার একে অন্যের দেখা হচ্ছে।

আসরে সবমিলিয়ে তিন ম্যাচ খেলে বাংলাদেশের নামের পাশে এক পয়েন্ট। দুই হারের সঙ্গে তাদের একটি ম্যাচ পরিত্যাক্ত। একই অবস্থা পাকিস্তানেরও। তবে নেট রানরেটে কিছুটা এগিয়ে থাকায় পয়েন্ট টেবিলের তিনে থেকে আসর শেষ করল বাংলাদেশ। আর তলানিতে অবস্থান পাকিস্তানের।

Leave a Reply

scroll to top