বাংলাদেশ জাতীয় দলের ভারত সফর থেকেই কানাঘুষো হচ্ছিল দল দেশে ফিরলেই প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে নিয়ে কড়া সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে সেই গুঞ্জনকে সত্যি করে দিয়ে তার সাথে চুক্তির ইতি টেনেছে বিসিবি। হাথুরুসিংহের বদলে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত জাতীয় দলের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করবেন ক্যারিবিয়ান ফিল সিমন্স।
মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এক জরুরি সংবাদ সম্মেলনে হাথুরুকে শোকজ ও বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।