বিসিএস আবেদন ফি ৭০০ টাকার বদলে ৩৫০ টাকা করার প্রস্তাব

New-Project-23.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

৪৭তম বিসিএস (বাংলাদেশ সিভিল সার্ভিস) পরীক্ষার আবেদন ফি ৭০০ টাকা থেকে কমিয়ে অর্ধেক করতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। পাশাপাশি ভাইভাতে ২০০ নাম্বারের বদলে ১০০ নাম্বারের পরীক্ষার নেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছে।

সোমবার (২ ডিসেম্বর) মন্ত্রণালয়ে পাঠানো এই প্রস্তাবে ৭০০ টাকার আবেদন ফি অর্ধেক করে ৩৫০ টাকা করার কথা বলা হয়েছে বলে প্রথম আলোকে জানিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা।

প্রস্তাবে বলা হয়েছে, আবেদন ফি ৭০০ টাকার অর্ধেক করা যায়। বিসিএস ফি নিয়ে নানা সময়ে আলোচনা–সমালোচনা হয়েছে। ৪৭তম বিসিএসের বিজ্ঞাপ্তি প্রকাশের পর এবারের আবেদন ফি ৭০০ টাকা দেখে সমালোচনা করছেন অনেক চাকরিপ্রার্থী। অনেকেই এত ফি নিয়ে প্রশ্ন তোলেন। সমালোচনার মুখে আবেদন ফি কমানোর ঘোষণা দেয় পিএসসি।

এদিকে এই প্রস্তাবকে সাধুবাদ জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুলাহ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে হাসনাত বলেন, ‘বিসিএস ভাইভাতে ২০০ নাম্বারের বদলে ১০০ নাম্বার; আবেদন ফি ৭০০ টাকার বদলে করা হচ্ছে ৩৫০ টাকা। শিক্ষার্থীবান্ধব এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি।’

Leave a Reply

scroll to top