অতীতের সব রেকর্ড ভেঙে বিশ্ববাজারে মূল্য বৃদ্ধির ইতিসাস সৃষ্টির পর এবার কিছুটা কমেছে স্বর্ণের দাম। রবিবার (৩ নভেম্বর) বেলা ১১টা পর্যন্ত স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম অবস্থান করছিল ২ হাজার ৭৩৬ দশমিক ৪১ ডলারে। মার্কিন নির্বাচনের প্রভাব ও মধ্যপ্রাচ্যের উত্তেজনা কিছুটা প্রশমিত হওয়ায় স্বর্ণের দাম কিছুটা কমেছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
এদিকে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমায় বাংলাদেশেও এর প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিশ্ববাজারে দাম কমলে এর প্রভাব পড়ে দেশের বাজারেও। তাই যেকোনো সময় শের বাজারেও দাম সমন্বয় করা হতে পারে।