২০২৬ বিশ্বকাপের বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে হোঁচট খেল লাটিন আমেরিকার দুই মহাশক্তিধর দেশ। প্যারাগুয়ের মাঠে ২-১ গোলে হেরেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। একই ভেনেজুয়েলার বিরুদ্ধে ড্র করেছে ব্রাজিলও।
কনমেবল অঞ্চলের ভিন্ন দুটি ম্যাচে শুক্রবার (১৫ নভেম্বর) মাঠে নেমেছিল আর্জেন্টিনা ও ব্রাজিল। তবে ফুটবলের দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা কেউই জয়ের মুখ দেখেনি। দশজনের ভেনেজুয়েলার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল। আর প্যারাগুয়ের কাছে ২-১ গোলে হেরে গেছে মেসির আর্জেন্টিনা। যদিও এই ফলাফলে দু’দলের কারও বিশ্বকাপের মূল পর্বে সুযোগ পাওয়া নিয়ে এখনই কোনও সংশয় হয়নি।