বিশেষ ফিচার আসছে হোয়াটসঅ্যাপে, পাবেন যেসব সুবিধা

New-Project-93.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

মানুষের প্রয়োজন এবং চাহিদা অনুযায়ী প্রতিনিয়ত উন্নত হচ্ছে আমাদের নিয়মিত ব্যবহার করা অ্যাপগুলো। অন্যদের মতো এবার বিশেষ ফিচার আনছে বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। সম্প্রতি মেটা এআই অ্যাসিস্ট্যান্স (কৃত্রিম বুদ্ধিমত্তা) উন্মুক্ত করেছে হোয়াটসঅ্যাপ। পাশাপাশি ইনস্টাগ্রাম ও ফেসবুকের মতো ফিচারও যুক্ত করতে চলেছে অ্যাপটি।

ওয়েবিটা ইনফোর এক প্রতিবেদন জানা যায়, এবার মেটা ইউজারদের ব্যক্তিগত তথ্য মনে রাখার সুবিধার্তে তার সঙ্গে হওয়া চ্যাটে প্রাপ্ত তথ্য থেকে সংশ্লিষ্ট ইউজারের জন্মদিন, সে কী ধরনের খাবার খায়, তার অ্যালার্জি, পছন্দের লেখক ইত্যাদি বিষয় মনে রেখে দেবে এআই।

এছাড়া এআই চ্যাটবট ফিচার এনেছে হোয়াটসঅ্যাপ। ওয়েবিটা ইনফোর প্রতিবেদনে আরও বলা হয়, হোয়াটসঅ্যাপ ইউজাররা শিগগিরিই ইনস্টাগ্রামের মতো একটি বিশেষ ফিচার পেতে চলেছেন। বিটা ভার্সনে বিশেষ এই ফিচার দেখা গেছে। এই ফিচার চালু হওয়ার সাথে সাথে ব্যবহারকারীরা তাদের ‘স্ট্যাটাস আপডেট’ করার ক্ষেত্রে একটি নতুন অভিজ্ঞতা পেতে চলেছেন।

ইনস্টাগ্রাম ও ফেসবুকের মতো হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা এখন স্ট্যাটাস আপডেটে গান শেয়ার করতে পারবেন বলেও জানিয়েছে ওয়েবিটা ইনফো।

Leave a Reply

scroll to top