আলোচিত ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বিয়ের খবর প্রকাশ্যে আসার পরই তা নিয়ে সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম। গত বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তৌহিদ আফ্রিদির বিয়ের বেশ কিছু ছবি ছড়িয়ে পড়ার পর থেকেই শুরু হয় নানা আলোচনা। এরই মাঝে তার বিয়ের পাত্রী নিয়ে তথ্য নিয়ে বিভ্রাট দেখা দিয়েছিলো। এত আলোচনা সমালোচনার মধ্যে মুখে কুলুপ এটেই বসেছিলেন আফ্রিদি। তবে এবার বিয়ে নিয়ে মুখ খুলেছেন তিনি।
একটি বেসরকারি টেলিভিশনে বিয়ে নিয়ে কথা বলার সময় তৌহিদ আফ্রিদি জানিয়েছেন, তার কাবিন হয়েছে। পারিবারিক আয়োজনে কাবিন হয়েছে। দুই পরিবারের সদস্যরাই তাঁদের কাবিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আফ্রিদি বলেন, ‘আমি গাড়িতে বসে শুনি গোপনে বিয়ে করলেন তৌহিদ আফ্রিদি! আরে, বিয়ে তো গোপনে করিনি, আমি বিয়ের ছবি আপলোড দেওয়ার আগে আপলোড হয়ে গেছে। ভেবেছিলাম বাসায় যাব, এরপর সবাইকে বিয়ের খবর জানাব। কিন্তু সে সময় আর কই পেলাম। অনেকেই ছবি পোস্ট করেছে। আসলে জন্ম, মৃত্যু, বিয়ে—এটা সম্পূর্ণ মহান আল্লাহ তাআলাই লিখে রাখেন। কার, কখন, কোথায়, কীভাবে বিয়ে হবে, এখানে কারও হাত নেই। আমি আমার মাকে নিয়ে কনে দেখতে গিয়েছিলাম, পরিবারকে নিয়ে দেখতে গেছি, ওখানেই কাবিন হয়ে গেছে।’
তৌহিদ আফ্রিদির স্ত্রীর নাম রামিসা আল রিসা, তাঁর যমজ বোন রাইসা আল রোজা। শুরুতে খবর ছড়ায়, রাইসাকে বিয়ে করেছেন আফ্রিদি। এ প্রসঙ্গে আফ্রিদি বলেন, ‘সমস্যা হচ্ছে, মানুষ আসলে কনফিউজড হয়ে গেছে, তাঁরা তো যমজ বোন। যমজ বোন হওয়ার কারণে আমার শালিকে (শ্যালিকা) অনেকে আমার ওয়াইফ বলা শুরু করেছে। এসব এক দিক থেকে হাস্যকর লাগে।’