বিয়ে করলেন গায়ক ও অভিনেতা তাহসান খান, পাত্রী কে

New-Project-2025-01-03T194905.772.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

দ্বিতীয়বারের মতো বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন জনপ্রিয় গায়ক-অভিনেতা তাহসান খান। বছরের শুরুতেই এমন সুসংবাদ নিশ্চিতভাবেই চমকে দিল তাহসানের ভক্ত-অনুরাগীদের। তার নতুন সঙ্গিনী মেকওভার আর্টিস্ট রোজা আহমেদ। একজন সফল উদ্যোক্তাও তাহসান পত্নী। বিয়ের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তিনি নিজেই। তবে কোনোরকম গুজন ছাড়াই তার বিয়ের খবর জানতে পেরে বেশ অবাকই হয়েছেন ভক্তরা।

তিনি জানান, তার স্ত্রী রোজা আহমেদ নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করার পর সেখানে রোজা’স ব্রাইডাল মেকওভার নামে একটি রূপসজ্জার প্রতিষ্ঠান গড়ে তোলেন।

শনিবার সকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাহসান ও রোজার বিয়ের আয়োজনের একাধিক ছবি ভাইরাল হয়। তাতে নেটিজেনরা এই নবদম্পতিকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাতে থাকেন। বিশেষ করে, রোজাকে তাহসানের সঙ্গে দেখে অত্যন্ত আপ্লুত ও আবেগী হয়ে পড়েন তাদের অনুরাগীরা।

সামাজিক মাধ্যমে তাদের নতুন জীবনের পথচলায় শুভকামনা জানাচ্ছেন ভক্তরা। কেউ কেউ বলছেন, অবশেষে চাঁদের আলো খুঁজে পেয়েছেন তাহসান।

Leave a Reply

scroll to top