বেশ অনেকদিন অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন ’আন্ধাধুন’ খ্যাত অভিনেত্রী রাধিকা আপটে। নিরব ছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও। এরই মধ্যে হুট করেই স্ফিত উদর নিয়ে প্রকাশ্যে আসলেন রাধিকা। মা হওয়ার খরব দিয়ে চমকে দিলেন ভক্ত মহলকে।
সম্প্রতি অন্তঃসত্ত্বা অবস্থায় লন্ডনের একটি চলচ্চিত্র উৎসবে উপস্থিত হন রাধিকা। সেখানে তার স্ফীতোদর নজরে আসতেই হৈচৈ ছড়িয়ে পড়ে নেটপাড়ায়। পরে উৎসবে তোলা কিছু ছবি ইনস্টাগ্রামে ভাগ করে নেন অভিনেত্রী। লন্ডনের চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে কালো অফশোল্ডার বডিকন পড়ে এসেছিলেন রাধিকা। সেই পোশাকে স্পষ্ট ছিল তার বেবি বাম্প।
২০১১ সালের শেষে দিকে ব্রিটিশ সংগীত পরিচালক বেনেডিক্ট টেলারের সাথে লন্ডনে থাকা শুরু করে রাধিকা। এর পরের বছরই জানা যায় আইনিভাবেই বিয়ে সেরে ফেলেছেন তারা। বিয়ের ১২ বছর পর জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন অভিনেত্রী।
সবশেষ শ্রীরাম রাঘবন পরিচালিত ও বিজয় সেতুপতি-ক্যাটরিনা কাইফ অভিনীত ‘মেরি ক্রিসমাস’ ছবিতে দেখা গেছে রাধিকাকে। বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে অভিনেত্রীর বেশ কয়েকটি ছবি।